• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

মঠবাড়িয়া জেলে পল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 22, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ‘হাতেখড়ি ফাউন্ডেশন’। শুক্রবার (২১ মার্চ) সকাল ১১টায় উপজেলার কাটাখাল ও জানখালী এলাকার জেলেপল্লির ১০০ পরিবারের মাঝে এই উপহার প্রদান করা হয়।
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিটি পরিবারকে উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, লুডস, ট্যাং, বাদাম, কিসমিস, মুড়ি ও চিড়া দেওয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন, সমাজসেবক এ আর মামুন খান, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, ইসরাত জাহান মমতাজ, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রুবেল মিয়া নাহিদ, সভাপতি সুমন মিস্ত্রি সজিব, মঠবাড়িয়া শাখার সভাপতি আবিদ হাসান সোলায়মান, সাধারণ সম্পাদক শেখর হালদার, সদস্য ইমদাত হোসেন রাব্বি, হামিদা আক্তার প্রমুখ।
উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসকিয়া আক্তার বলে, 'আমার বাবা-মা গরিব, ঈদের বাজার করা কষ্টকর। এই উপহার পেয়ে খুব ভালো লাগছে।'
একই শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম বলে, 'রঙিন বক্সে ঈদ উপহার পেয়ে অনেক আনন্দ লাগছে। মা-বাবার সঙ্গে ভালোভাবে ঈদ কাটাতে পারবো।'
সমাজসেবক এ আর মামুন খান বলেন, 'সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকতে পেরে ভালো লাগছে। এই মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক।'
সংগঠনের প্রতিষ্ঠাতা রুবেল মিয়া নাহিদ বলেন, 'শিশুদের মুখে হাসি ফোঁটাতে পারাটা মানসিক তৃপ্তির। ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে যেতে চাই।'