বাতিল হলো সালমানের সিনেমার প্রচারণা অনুষ্ঠান
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 22, 2025 ইং
বিনোদন ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সালমান খানের ‘সিকান্দার’ সিনেমা। বলিউডে ঈদ মানেই যেন ভাইজানের সিনেমা। কিন্তু এবার সিনেমাটির প্রচারণায় সশরীরে নেই তিনি। মুক্তিপ্রতীক্ষিত সিনেমার সব প্রচারণা সীমিত করা হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমান খানের নিরাপত্তাজনিত কারণে প্রচারণায় লাগাম টানা হয়েছে। অভিনেতা কোনো বড় পাবলিক ইভেন্টে উপস্থিত থাকবেন না। তবে সে জন্য থেমে থাকছে না প্রচারণা! ডিজিটাল মাধ্যমে ঝড় তুলতে প্রস্তুত সালমান, যেখানে তিনি এই সিনেমার ব্যাপক প্রচার চালাবেন।বিশেষ সূত্রে খবর, ‘সিকান্দার’-এর চূড়ান্ত ট্রেলার মুক্তির তারিখ এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং তা আগামী ২৩ মার্চ মুক্তি পাবে।আর এই ট্রেলার মুক্তি উপলক্ষে যে বিশাল ইভেন্টের আয়োজন করা হয়েছিল যেখানে ৩০,০০০ ভক্তের সমাগমের পরিকল্পনা ছিল। আপাতত নিরাপত্তা কারণে সেটিও বাতিল করা হয়েছে।
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘সিকান্দার’ নির্মাণ করেছেন ‘গজিনী’ খ্যাত এআর মুরুগাদোস। ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে।
আপনার মতামত লিখুন :