• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

ঢাকা ওয়াসায় ছাত্রলীগ নেতা তরিকুল বহাল তবিয়তে!


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 23, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ওয়াসার বিলিং সহকারী তরিকুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাগ্নি জামাই পরিচয়ে একসময় ঢাকা ওয়াসায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ৫ আগষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ছাত্রলীগের সাবেক নেতা তরিকুল ইসলাম এখন; ওয়াসার " ভূয়া বিএনপি" হিসেবে অভিহিত আজিজ - মনির এর আশ্রয়ে থেকে নতুন করে দুর্নীতি শুরু করেছে।
জানাগেছে, আজিজ মনির কে মাসোহারা দিয়ে ছাত্রলীগের নেতা তরিকুল ইসলাম এখন বিএনপি সাজার অপচেষ্টা চালাচ্ছে। তরিকুল বর্তমানে ওয়াসার ৫ নম্বর রাজস্ব জোনে কর্মরত। এর পূর্বে ১ নম্বর রাজস্ব জোনে কর্মরত ছিলেন। 
তিনি ওয়াসার বেতনভূক্ত কর্মচারী হয়ে , ওয়াসায় ঠিকাদারি কাজ করতেন। এখনো ঠিকাদারি কাজ করছেন। 
তার বিরুদ্ধে আন্ডার বিলিং এর মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি প্রদান ও বিধি ভঙ্গ করে বহিরাগত ডুপলি দিয়ে সাইট পরিচালনা করার অভিযোগ রয়েছে শুরু থেকেই। অনিয়ম দুর্নীতির মাধ্যমে ঢাকা শহরে প্লট ও ফ্ল্যাট এর মালিক হয়েছেন ২২ হাজার টাকা বেতনের এই কর্মচারী।
অন্যদিকে তরিকুল ইসলামের বিরুদ্ধে আউট সোরসিঙ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে ছদ্মবেশে সরকার বিরোধী কার্যক্রম পরিচালনার করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির মূলহোতা তরিকুল। তার সাথে রয়েছে ওয়াসায় বিলিং সহকারী পদে কর্মরত নাহিদ, ইমরানসহ কয়েকজন ছাত্রলীগের নেতা।
ঢাকা ওয়াসার রাজস্ব জোন-১ এর একজন সহকারী রাজস্ব কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তরিকুল ইসলাম ছাত্রলীগের নেতা ও ওবায়দুল কাদেরের ভাগ্নি জামাই পরিচয়ে দিয়ে ধরাকে সরা জ্ঞান করতেন। অফিসের চেইন অব কমান্ড মানতেন না।  তিনি কর্মকর্তাদের ওপর খবরদারি করতেন। এমনকি বিএনপি পন্থী কর্মচারীদের নানা ভাবে হয়রানি ও অত্যাচার করতেন।
এখন রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরাতন আমলনামা ঢাকার জন্য বিএনপি নেতা এ্যানির নাম ভাঙিয়ে চলার অপচেষ্টা করছে ধূর্ত তরিকুল।
ঢাকা ওয়াসার আউট সোরস্ড বিলিং সহকারী ছাত্রলীগের নেতা তরিকুল ইসলাম ও তার আশ্রয় দাতাদের বরখাস্ত করে, তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ওয়াসার বিএনপি পন্থী কর্মচারীগণ।