• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

ক্রীড়া ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দীর্ঘ সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা দুই ক্রিকেটারের আজকের দিনটা দুই রকম। জীবনের ৩৮তম বসন্তে পা রাখার দিনই সাকিব শুনতে পান হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে জীবনের ইনিংসে লড়ছেন তামিম।

তামিমের এমন সংবাদ শোনার পর স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছে সাকিবের।এক সময়কার বন্ধুপ্রতীম সতীর্থর জন্য তাই সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। দেশের ক্রিকেটবিষয়ক এক সংবাদমাধ্যমকে তিন সংস্করণের সাবেক এক নম্বর অলরাউন্ডার বলেছেন, ‘আশা করি, তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ওর পরিবার যেন কঠিনটা সময়টা উতরে যেতে পারে।’

এক সময়কার বন্ধুপ্রতীম দুই সতীর্থ অবশ্য অনেক দিন ধরেই দূরত্ব বজায় রেখে চলেছেন। নানা ইস্যুতে সাকিব-তামিমের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। একের অপরে কথা তো বলেন না সঙ্গে একজন আরেকজনের ছায়াও মারেন না। তবে সে সবকে আজ দূরে রেখে বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনারের সুস্থতায় দোয়া চাইলেন সাকিব।
ইতিমধ্যে ভক্ত-সমর্থকদের সুখবরও দিয়েছেন তামিম। জ্ঞান ফিরেছে বাঁহাতি ওপেনারের। পরিবারসহ তাকে দেখতে আসা ব্যক্তিদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তারপর পর্যবেক্ষণের জন্য আরো ৪৮ ঘণ্টা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে থাকে হবে তাকে। এর আগে বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালীন সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে দ্রুত তাকে সাভারের হাসপাতালটিতে ভর্তি করানো হয়। সেখানেই তার পরীক্ষা-নিরীক্ষার পর ব্লক ধরা পড়লে তার হার্টে রিং পরানো হয়।