• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৭ শিশুসহ ১০ জন নিহত


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। নিহতদের মধ্যে ৭ জন শিশু রয়েছে।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি’কে বলেন, ‘খান ইউনিসের মাঝখানে আল-ফাররা পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর সাত শিশুসহ ১০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।’

আজ শুক্রবার (১১ এপ্রিল) সকালে ইসরায়েলি সেনাবাহিনী গাজার পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকার বাসিন্দাদের জন্য ‘জরুরি ও গুরুতর’ সর্তকতা জারি করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খান ইউনিস এলাকায় ইসরায়েলি ট্যাংক থেকে টানা ও ভারী গোলাবর্ষণ হয়েছে। এ ছাড়া গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার আল-আত্রা এলাকায় সাধারণ মানুষের একটি দলকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় আরও দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার প্রতিরক্ষা সংস্থা। এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।

আইডিএফ-এর (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) আরবি মুখপাত্র আভিচায় আদরাই এক্স হ্যান্ডলের এক পোস্টে বলেন, ‘সেনাবাহিনী সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসে ব্যাপক শক্তি নিয়ে কাজ করছে।

আপনার নিরাপত্তার জন্য অবিলম্বে এই এলাকা ছেড়ে পশ্চিম গাজার আশ্রয়স্থলে চলে যান।’