• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

দেশের যেসব জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Dec 13, 2024 ইং
ছবির ক্যাপশন: ad728

আবহাওয়া ডেস্কঃ শীতের দাপটে জবুথবু দেশের বিভিন্ন জেলা। দিন যত গড়াচ্ছে, তাপমাত্রা ততই কমছে। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন। তীব্র শীতের কারণে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন খেটে খাওয়া মানুষ।

ঘন কুয়াশা ও হিম বাতাসের কারণে কাজের জন্য তারা বাইরে বের হতে পারছেন না। এ ছাড়া শিশু ও বয়স্কা মানুষও পড়েছেন বিপাকে। হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা তাদের। এদিকে আজ শুক্রবার দেশের তিন জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে বিরাজ করছে।
এ ছাড়া ১০ ডিগ্রির ঘরে রয়েছে তিন জেলার তাপমাত্রা। সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ ছাড়া রাজশাহীতে রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৭ ডিগ্রি ও চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

 

১০-১১ ডিগ্রির ঘরে যেসব জেলার তাপমাত্রা 
সিরাজগঞ্জের বাঘাবাড়ি ও যশোরে ১০ দশমিক ৬ ডিগ্রি, নওগাঁর বদলগাছীতে ১০ দশমিক ৭ ডিগ্রি, কুষ্টিয়ার কুমারখালীতে ১১ ডিগ্রি, পটুয়াখালীর খেপুপাড়ায় ও দিনাজপুরে ১১ দশমিক ২ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ১১ দশমিক ৩ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১১ দশমিক ৫ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাট ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আজ ও আগামীকাল শনিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।