• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

সমাজে পিছিয়ে পড়া নারীদের সাহসী উদ্যোক্তা নাজনীন!


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Dec 14, 2024 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব সংবাদদাতা : নারী সফলতার অগ্রযাত্রার উদ্যোক্তা - নাজনীন আক্তার নারী উদ্যোক্তাদের নিয়ে বরাবরের মতো আয়োজন করেছে বিশাল এক  বিজয় মেলা- ঢাকার মিরপুর ১১ বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে ১৯শে ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে  এই মেলা,আজ মেলার দ্বিতীয় দিন শহীদ বুদ্ধিজীবী দিবসের ছুটিতে  মেলা বেশ জমে উঠেছে,মেলাতে পোশাক কসমেটিক্স জুয়েলারি সহ, বাচ্চাদের খেলাধুলার সামগ্রীতে সেজেছে অসংখ্য স্টল,নারী উদ্যোক্তাদের এই বিজয় মেলার বড় আকর্ষণ নিত্যনতুন গরম গরম শীতের পিঠা, অন্যরকম এক  উৎসবে মেতেছে মিরপুরের এই মেলা......!