
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : দীর্ঘ ৪৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা'র মঠবাড়িয়া উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। গত ১৩ ডিসেম্বর (শুক্রবার) জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো. মমিনুর রশীদ শাইন ও মহাসচিব মো. কামরুল ইসলাম মঠবাড়িয়া উপজেলা শাখার কমিটি অনুমোদন করেন। এতে দৈনিক সবুজ বিপ্লব পত্রিকার নিজস্ব প্রতিনিধি ইসমাইল হোসেন হাওলাদারকে সভাপতি ও দৈনিক বর্তমান কথার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আঃ রহমান আল নোমান (দৈনিক আমাদের মাতৃভূমি), বেল্লাল হোসেন বাবু (দৈনিক খবরপত্র), সহ-সাধারন সম্পাদক মিজান উদ্দিন আকন (দৈনিক বাংলাদেশের আলো), কোষাধ্যক্ষ সালমান আহসান বাবু (দৈনিক বাংলাদেশ বুলেটিন), দপ্তর সম্পাদক রোজিনা আক্তার (দৈনিক সময়ের বার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক বেল্লাল হোসেন (দৈনিক দক্ষিণাঞ্চল), ক্রীয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফোরকান হোসেন (দৈনিক রুদ্রবাংলা) এবং নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তাজউদ্দিন আহমেদ টুকু (দৈনিক বিপ্লবী বাংলাদেশ), আসাদুজ্জামান (দৈনিক সংবাদ সকাল)।
আপনার মতামত লিখুন :