• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

রাতে মুখোমুখি হচ্ছে ম্যানইউ ও ম্যানসিটি


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Dec 15, 2024 ইং
ছবির ক্যাপশন: ad728

খেলাধুলা ডেস্কঃ  ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম আকর্ষণীয় ম্যাচ ম্যানচেস্টার ডার্বি। যদিও সিটি ও ইউনাইটেড দু’দলই দুরবস্থার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। লিগের সেরা তিনে নেই কেউই। আজ রাত সাড়ে ১০টায় ইউনাইটেডকে আতিথ্য দেবে সিটি। এরপর ভিন্ন ম্যাচে মাঠে নামবে চেলসি ও টটেনহ্যাম। লা লিগায় নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে লেগানেসকে আতিথ্য দেবে বার্সেলোনা। 

ম্যানচেস্টারের ফুটবল দুর্দশা গত ক’বছর বয়ে বেড়াচ্ছিল ইউনাইটেড। এবার সেই মিছিলে যোগ দিয়েছে সিটিও। ইংলিশ ফুটবলের সফল দুই ক্লাবের ব্যর্থতার গল্প এবারের মৌসুম। ম্যানচেস্টার ডার্বি কার ফাড়া কাটায় সেটাই এখন দেখার।

 

তবে খেলাটা সিটির মাঠে খেলা বলে বিপদ বেশি রেড ডেভিলদের। শেষ ছয় ডার্বির পাঁচটিতে হেরেছে। যার তিনটি ইত্তিহাদে। তবে এবার আর সেই সিটিজেনস নেই। চার বছরের মধ্যে প্রথমবার দু’দল মুখোমুখি হচ্ছে, যখন কেউই নেই সেরা তিনে।

১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সিটি আছে চারে। আর ইউনাইটেডের অবস্থা আরও খারাপ। ১৯ পয়েন্ট নিয়ে আছে তের নম্বরে।