• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

হ্যামিল্টনে দাপট দেখাচ্ছে নিউজিল্যান্ড


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Dec 15, 2024 ইং
ছবির ক্যাপশন: ad728

খেলাধুলা ডেস্কঃ প্রথম দুই টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করা ইংল্যান্ড তৃতীয় ম্যাচে এসে বেশ চাপে পড়েছে। হ্যামিল্টনে দাপট দেখাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচের মাত্র দুই দিন শেষ হয়েছে। দ্বিতীয় দিনে সফরকারী ইংল্যান্ডকে ১৪৩ রানে অলআউট করে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৩৬ রান তুলেছে কিউইরা। তাতে স্বাগতিকদের লিড ৩৪০ রানের। দলের সবচেয়ে বড় তারকা কেইন উইলিয়ামসনসহ আরও সাত উইকেট হাতে থাকায় কিউইরা ইংলিশদের যে রেকর্ড লক্ষ্য তাড়া করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে যাচ্ছে, তা একরকম নিশ্চিত।

ইংলিশরা পিছিয়ে থাকলেও এই টেস্টে তাদের প্রাপ্তি জো রুটের নতুন কীর্তি। এক পঞ্জিকাবর্ষে দ্বিতীয়বারের মতো টেস্টে ১৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন এই তারকা। ৪২ বলে ৩২ রানের ইনিংসের সুবাদে এই কীর্তি গড়েন রুট। এক পঞ্জিকাবর্ষে পন্টিংয়ের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একাধিকবার ১৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ২০২৪ সালে টেস্টে রুটের রান ১৫০২। এর আগে ২০২১ সালে করেছিলেন ১৭০৮। পন্টিং ২০০৩ সালে ১৫০৩ ও ২০০৫ সালে ১৫৪৪ রান করেছিলেন।

 

নয় উইকেটে ৩১৫ রান নিয়ে গতকাল প্রথম দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে আজ উইলিয়াম ও’রুর্ককে নিয়ে মিচেল স্যান্টনার আরও ৩২ রান যোগ করলে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৩৪৭। এরপর বল হাতেও ছড়ি ঘুরিয়েছেন স্যান্টনার এবং ও’রুর্ক। দুজনের সঙ্গে উইকেট শিকারের মিছিলে যোগ দেন ম্যাট হেনরি। স্যান্টনার ও ও’রুর্ক নিয়েছেন তিনটি করে উইকেট। হেনরির শিকার চারটি। তাতে ইংল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৪৩ রানে। নিউজিল্যান্ডের চার বোলারের মধ্যে উইকেটশূন্য ছিলেন শুধু বিদায়ী টেস্ট খেলতে নামা সাউদি।

দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে ইংল্যান্ডকে আগের দুই টেস্টে উদ্ধার করেছিলেন ওলি পোপ ও হ্যারি ব্রুক। কিন্তু দুইজন আজ তেমন অবদান রাখতে পারেননি। পোপ ২৪ রান করলেও ব্রুক মেরেছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ‘গোল্ডেন ডাক’। ব্যাটসম্যানদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসার পর প্রথমবার ব্যাটিংয়ে নেমেই এমন অভিজ্ঞতা হলো ব্রুকের।

প্রথম ইনিংসে ২০৪ রানের লিড নিলেও ইংল্যান্ডকে ফলো-অন করাননি নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। নিজেরা দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে তিন উইকেটে ১৩৬ রান করেছে। যেখানে অধিনায়ক লাথাম ১৯ রান, উইল ইয়াং ৬০ রান করেন। কেন উইলিয়ামসন অপরাজিত আছেন ৫০ রানে। তার সঙ্গী তৃতীয় দিনে ব্যাট করতে নামেন রাচিন রবীন্দ্র। ২ রানে উইকেটে আছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৯৭.১ ওভারে ৩৪৭ অলআউট
(স্যান্টনার ৭৬, ল্যাথাম ৬৩, উইলিয়ামসন ৪৪, ইয়াং ৪২; পটস ৪/৯০, অ্যাটকিনসন ৩/৬৬, কার্স ২/৭৮, স্টোকস ১/৯১)।

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৫.৪ ওভারে ১৪৩ অলআউট
(রুট ৩২, স্টোকস ২৭, পোপ ২৪; হেনরি ৪/৪৮, স্যান্টনার ৩/৭, ও’রুর্ক ৩/৩৩)।

নিউজিল্যান্ড ২য় ইনিংস: ৩২ ওভারে ১৩৬/৩
(ইয়াং ৬০, উইলিয়ামসন ৫০*, ল্যাথাম ১৯, রবীন্দ্র ২*; স্টোকস ২/৪৫, অ্যাটকিনসন ১/১০)।

*২য় দিন শেষে নিউজিল্যান্ড ৩৪০ রানে এগিয়ে।