
খেলাধুলা ডেস্কঃ সেন্ট ভিনসেন্টে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৭ রানের জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৪৭ রান। ক্যারিবিয়ানদের বিস্ফোরক ব্যাটিং লাইন আপের সামনে এই রান খুব বড় চ্যালেঞ্জ হওয়ার কথা নয়। তবে বাংলাদেশের বোলাররা দমে যাননি। শেখ মেহেদি, তাসকিনদের দারুণ বোলিংয়ে ৬১ রানে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। রভম্যান পাওয়েল (৩৫ বলে ৬০) পরে ম্যাচ জমিয়ে দিলেও শেষ পর্যন্ত বোলাররা দারুণ পারফরম্যান্সে জয় এনে দেন বাংলাদেশকে।
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মাঠে তিনটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। উইকেট সম্পর্কে তাই ধারণা কিছু ছিল তাদের। তবে এবার উইকেট দেখে তারা বিভ্রান্তিতে পড়ে যান। তবে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ম্যাচের পর বললেন, শেষ পর্যন্ত উইকেটের চরিত্র ধরতে পেরেই জয়ের বিশ্বাস তারা পেয়েছিলেন। তিনি জানান, “আমরা আগেও এখানে খেলেছি। তবে এবার যখন উইকেট দেখলাম, মনে হলো উইকেটের আচরণ আগের মতো হবে না। ভালো ব্যাটিং উইকেট মনে করেছিলাম। কিন্তু আমরা যখন ব্যাটিংয়ে গেলাম, তখন বুঝতে পারলাম যে এটা আসলে খুব ভালো (ব্যাটিং) উইকেট নয়। ১৬০-১৫০ রান এখানে ভালো স্কোর।”
লিটন বলেন, “অবশ্যই ছিল (১৪৭ রান করে জয়ের বিশ্বাস)… আমাদের বোলারদের সামর্থ্য আমরা জানতাম। যে বোলাররা আমাদের আছে, জানতাম যে তাদের ওপর ভরসা রাখতে পারি।”
ব্যাট হাতে লিটন এ দিন আউট হয়ে যান প্রথম বলেই। তবে তার নেতৃত্ব ছিল বেশ ক্ষুরধার। মাঠে দারুণ তৎপর দেখা গেছে তাকে। দলকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করেছেন তিনি। লিটন বলেন, “আমি সবসময়ই চাই, তারা যখন খেলবে, আগ্রাসী ক্রিকেট খেলবে। তারা সেটা এর মধ্যেই দেখাচ্ছে। আমাদের ছেলেরা ভালো ক্রিকেট খেলছে।”
এই সফরের শুরুতে অ্যান্টিগা টেস্ট হারলেও জ্যামাইকায় দারুণ এক জয় পায় বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে তারা হেরে যায় ৩-০ ব্যবধানে। টি-টোয়েন্টিতে জয় দিয়ে শুরুর পর এখন সিরিজ জয়ের আশা করছেন লিটন। তিনি জানান, “অনেক লম্বা সফর এটি। আমরা একটি টেস্ট জিতেছি। এখন প্রথম টি-টোয়েন্টি জিতলাম। এটা সবার জন্য প্রেরণাদায়ী। আর একটি ম্যাচ ভালো খেলতে পারলে সিরিজ আমাদের হবে।”
আপনার মতামত লিখুন :