তেজদাসকাঠী কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Dec 21, 2024 ইং
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলায় অবস্থিত তেজদাসকাঠী কলেজের ৩০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ ২ দিন ব্যাপী কর্মসূচি গ্রহন করেছে। শুক্রবার (২০ ডিসেম্বর)
কর্মসূচির প্রথম দিনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন কলেজের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান। এ সময় প্রধান অতিথি সাবেক সিনিয়র সচিব মোঃ মোফাজ্জেল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী সিদ্দিকী উপস্থিত ছিলেন। প্রথম দিন র্যালী, আলোচনা সভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়াও কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বক্তব্য প্রদান করেন। আলমগীর হোসেন এর বাবা আব্দুস সোবহান সদর উপজেলার তেজদাসকাঠী গ্রামে ১৯৯৫ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন।
আপনার মতামত লিখুন :