• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

ইরানে বাস খাদে পড়ে নিহত অন্তত ১০


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Dec 21, 2024 ইং
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পশ্চিমাঞ্চলীয় লরেস্তান প্রদেশে শনিবার একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাদেশিক প্রধান মোহাম্মদ খাদামি রাষ্ট্রীয় টিভিকে জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

লরেস্তান রাজধানী তেহরান থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।ইরানের সড়ক নিরাপত্তার রেকর্ড খুবই দুর্বল। স্থানীয় গণমাধ্যম ইরানি বিচার বিভাগের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ২০ হাজারেরও বেশি মৃত্যু ঘটেছে।

চলতি বছরের আগস্টে মুসলিম ধর্মীয় আচার পালন করতে ইরাকগামী একটি বাস দুর্ঘটনায় পড়ে ২৮ জন পাকিস্তানি তীর্থযাত্রী নিহত হয়। ২০০৪ সালের জুনে সিস্তান-বালুচিস্তান প্রদেশে একটি গ্যাসোলিন ট্যাংকার ও বাসের সংঘর্ষে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়।

সংঘর্ষের পর রাতে থানার পাশে দাঁড়ানো বাসে আগুন ধরে গেলে প্রায় ৫০ মিটার এলাকাজুড়ে ছয়টি বাস ও পাঁচটি ট্রাক পুড়ে যায়।

 

সূত্র : এএফপি