• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

চলতি মাসের শেষ সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Dec 21, 2024 ইং
ছবির ক্যাপশন: ad728

আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) এতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টিও হয়েছে। দেশের অনেক অঞ্চলেই আকাশ ছিল মেঘলা।সেভাবে রোদের দেখা না মেলায় দিনের বেলা বেড়েছে শীতের অনুভূতিও।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। কমতে পারে বৃষ্টিপাতের বিস্তৃতি। সকাল ১১টার পর রোদের দেখা মিলতে পারে। ফলে দিনের তাপমাত্রা কিছুটা বেড়ে কমতে পারে শীতের অনুভূতি।

অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সাংবাদিককে বলেন, ‘রবিবার দেশের দক্ষিণে উপকূল ঘেঁষে কিছুটা বৃষ্টি হতে পারে। রোদের দেখা মিলতে পারে সকাল ১১টার পরই। ২৫ ডিসেম্বরের পর তাপমাত্রা কমে দেশে শীতের অনুভূতি বাড়তে পারে।কিছু কিছু অঞ্চলে তখন শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।’  

এদিকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে নিম্নচাপটি আর ঘনীভূত হওয়ার সম্ভাবনা নেই বলে আজই সতর্কসংকেত উঠিয়ে নেওয়া হতে পারে বলে জানান নাজমুল হক।

আগামী সোমবার দিন ও রাতের তাপমাত্রা উভয়ই বাড়তে পারে।

তবে মঙ্গলবার আবার খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রাও কমতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।