• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

মালিবাগে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Dec 22, 2024 ইং
ছবির ক্যাপশন: ad728

বিশেষ প্রতিবেদকঃ  রাজধানীর মালিবাগ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় শটগানের ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রবিবার মালিবাগ রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কার্তুজগুলো উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, মালিবাগ রেললাইনের পাশে শটগানের বেশকিছু কার্তুজ পড়ে আছে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের টহল দল ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করে। কার্তুজগুলোর গায়ে বিপি ২০২৩ লেখা রয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কার্তুজগুলো থানা পুলিশ থেকে লুট হয়ে থাকতে পারে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিসি তালেবুর রহমান।