
খেলাধুলা ডেস্কঃ ২০২৩ বিশ্বকাপের পর থেকে দেশের জার্সিতে ওয়ানডে ক্রিকেট খেলছেন না জো রুট। তবে, দীর্ঘ ১৩ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন এই ইংলিশ অলরাউন্ডার। ভারত সফর ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে দলে রেখেছে ইংল্যান্ড। এদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েছেন বেন স্টোকস। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
চ্যাম্পিয়নস ট্রফির আগে আসছে জানুয়ারিতে ভারতের মাটিতে তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য একই স্কোয়াড ঘোষণা করেছে তারা। ভারত সফর দিয়েই সাদা বলের কোচ হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব সামলাবেন ব্রেন্ডন ম্যাককালাম।
ইংলিশদের ওয়ানডে স্কোয়াডে ডাক পাননি স্যাম কারান, রিস টপলি, ম্যাথু পটস ও উইল জ্যাকসের মতো তারকারা। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
টি-টোয়েন্টি স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাকব বেথেল, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।
আপনার মতামত লিখুন :