
খেলাধুলা ডেস্কঃ প্রথম কোয়ালিফায়ারে ব্যর্থ হলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে আর ফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া করেনি ঢাকা মেট্রো। খুলনাকে ৩৮ রানে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে তারা।
রবিবার জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে মাত্র ১২০ রানের লক্ষ্য পেরোতে পারেনি খুলনা। ১৭.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে মাত্র ৮১ রানে থামে নুরুল হাসান সোহানের দল।
সহজ লক্ষ্য পেলেও রানের খাতা খোলার আগেই ঢাকার স্পিনার রাকিবুল হাসানের ঘূর্ণিতে দুই ব্যাটারকে হারায় খুলনা। এরপর দলীয় তিন রান যোগ হতেই মোহাম্মদ মিঠুন রান আউট হয়ে সাজঘরের পথ ধরলে শুরুতেই বিপর্যয়ে পড়ে দলটি। হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন এনামুল হক বিজয়। ১৫ বলে ৩ চারের মারে ১৬ রান করে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি। দলীয় ৩৬ রানে পঞ্চম উইকেট হারায় নাহিদুল ইসলাম (৬)।
এরপর কিছুটা নুরুল হাসান সোহান ও শেখ পারভেজ জীবনের ব্যাটে ম্যাচে ফেরার চেষ্টা করে খুলনা। কিন্তু ১৮ বলে ২২ রান করে দলীয় ৫০ রানে সোহান আর ২৬ বলে ১৫ করে দলীয় ৭৪ রানে জীবন আউট হলে সব স্বপ্ন শেষ হয়ে যায়।
তিন ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন রাকিবুল হাসান। যদিও দলের পক্ষে ১৩ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো। দলের হয়ে একাই হাল ধরেন অধিনায়ক নাঈম শেখ। তার ৫৩ বলে ৬ চার ও ১ ছক্কার মারে ৫৭ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রানের পুঁজি পায় ঢাকা।
খুলনার হয়ে ২টি করে উইকেট নেন মাসুম খান টুটুল, পারভেজ জীবন ও মেহেদী হাসান রানা। তবে ভালো করতে পারেননি চলতি এনসিএলে প্রথম ম্যাচ খেলা মোস্তাফিজুর রহমান। চার ওভারে ৩৫ রান খরচায় ১ উইকেট ঝুলিতে তুলেছেন তিনি।
আগামী মঙ্গলবার প্রথমবারের মতো আয়োজিত এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে রংপুরের বিপক্ষে মাঠে নামবে ঢাকা মেট্রো।
আপনার মতামত লিখুন :