• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালিভানের ফোনালাপ


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Dec 24, 2024 ইং
ছবির ক্যাপশন: ad728

অনলাইন ডেস্কঃ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের ফোনালাপ হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই ফোনালাপ পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর গত সাড়ে চার মাসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান।

এই সময়ের মধ্যে বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানো এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, নির্বাচন এবং অন্যান্য সংস্কারের যে অগ্রগতি হয়েছে তার প্রশংসা করেন তিনি। এছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে মার্কিন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন জেক সালিভান। 

 

প্রধান উপদেষ্টার পোস্টে আরো বলা হয়েছে, ফোনালাপে দেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তারা। বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জিং সময়ে গুরুত্বপূর্ণ সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।