• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

প্রতিবাদসভায় জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Dec 25, 2024 ইং
ছবির ক্যাপশন: ad728

বিশেষ প্রতিবেদকঃ  উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ৫০ শতাংশ কোটার প্রস্তাবকে অযৌক্তিক দাবি করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানানো হয়।

বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত (প্রশাসন) ক্যাডারের অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মকর্তাদের যৌথ প্রতিবাদসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ।
 
বিসিএস নবম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম বলেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেকহোল্ডারকে নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে।

 

এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনও প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে।