যশোর চৌগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এস এস সি পরীক্ষার্থী মৃত্যু
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2024 ইং
বিশেষ প্রতিবেদকঃ যশোরের চৌগাছায় বিদ্যুতের শর্ট -সার্কিটে রানা হোসেন (১৬)এস এস সি পরিক্ষার্থী মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চৌগাছা ইউনিয়ন দিঘলসিংহা গ্রামে দুপুর সাড়ে১ টায় এই দুর্ঘটনা টি ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিটে নিহত রানা হোসেন সে শামিমের ছেলে।নিহত রানার চাচা ইকবল হেসন জানান দুপুর সাড়ে ১টার সময় নিজের বসতবাড়িতে নিজের ঘড়ে তার ঠিক করছিল এমন সমাই বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে বাম হাতের আঙ্গুলে লাগে। পরিবারের লোকজন উদ্ধার করে দুপুর ১টা ৪০ মিঃ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে ইমার্জেন্সি কর্তব্যরত চিকিৎসক সুরিয়া পারভীন পরীক্ষা নিরীক্ষা করে তিনি বলেন আনার পূর্বে রোগীর মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন চৌধুরী বিদ্যুৎ শর্ট সার্কিটে একজনের মৃত্যু হয়েছে সত্যতা নিশ্চিত করেন। থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :