• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

পিরোজপুরে ৮ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2024 ইং
ছবির ক্যাপশন: ad728

পিরোজপুর প্রতিবেদকঃ  পিরোজপুরে মধ্যরাস্তা যুব সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।খেলায় পিরোজপুর,ঝালকাঠী ও বাগেরহাটের বিভিন্ন  উপজেলা থেকে ৮ দলের মধ্যে থেকে আজ ফাইনালে নির্ধারিত সময়ে পিরোজপুর উদয়কাঠী যুব সংঘকে বাগেরহাট শরণখোলা ক্রীড়া চক্র ২-১  গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।
 
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন,  যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা মহিলা দলের উপদেষ্টা জাকিয়া আসলাম, আসলাম শেখ প্রমুখ ।
 
খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা ও যুবদল নেতা ছাত্রদল বদিউজ্জামান শেখ রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ ।
 
ফাইনাল খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শরণখোলা ক্রীড়া চক্রের সাগর। ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন শরণখোলা ক্রীড়া চক্রের গোল রক্ষক হৃদয় ।
 
ফাইনাল খেলা পরিচালনা করেন পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার রেফারি নান্টু । খেলার সার্বিক পরিচলনা করেন যুবদল নেতা বদিউজ্জামান শেখ রুবেল।