পটুয়াখালী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অনুদান প্রদান
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2024 ইং
বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি পটুয়াখালী জেলা শাখার শিক্ষাবৃত্তি, জরুরী চিকিৎসা ও এককালীন অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী সরকারি কলেজ রোডস্থ কার্যালয়ে আলোচনা সভায় সমিতির পটুয়াখালী জেলা শাখার চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে সমিতির সদর উপজেলার সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমিতির সদস্যদের মাঝে অনুদানের টাকা বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :