
অভয়নগর (যশাের) প্রতিনিধিঃ- অভয়নগরর নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডর সাবেক কাউন্সিলর, একই ওয়ার্ড আওয়ামীলীগর সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন পলাশ কে কুপিয় হত্যা করছে দুর্বত্তরা। শনিবার রাত ১০টার সময় নওয়াপাড়ার আয়কর অফিসর পিছনর একটি পরিত্যক্ত ঘরের মধ্য কে বা কারা তাকে কুপিয়ে উপুর করে ফেল রেখে যায় আরও বলে আ,লীগ শেষ করেছি। এলাকাবাসী দ্রত তাকে উদ্ধার করে অভয়নগর উপজলা স্বাস্থ্য কমপ্লক্স নিয়ে গেল রাত সাড়ে ১০টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য বলে ঘোষনা করেন। এই খবর ছড়িয়ে পড়ল নওয়াপাড়া শহর সাধারণ মানুষর মাঝে আতংক বিরাজ করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অভয়নগর থানা পুলিশ হাসপাতালে পৌছায় এবং কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে জানান। অভয়নগর থানা পুলিশ বলে লাশ টি মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে, অভয়নগর উপজেলার সকল স্থানে রেড এলার্ট জারী করা হয়েছে , এই হত্যার সাথে সন্দেহ জনক কাউকে দেখলে , আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে এবং পুলিশের পক্ষে থেকে মামলা হবে। প্রকাশ থাকে যে, প্রায় দুই যুগ আগে নিহত জিয়া উদ্দিন পলাশর পিতা, শ্রমিক নেতা ও ৪নং ওয়ার্ডর কাউন্সিলর ইব্রাহিম হাসন সরদার দুর্বত্তদের গুলিত নিহত হয়ছিলন।
আপনার মতামত লিখুন :