• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

ঘন কুয়াশা : ব্যাহত হতে পারে বিমান-নৌ-সড়কে যান চলাচল


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Dec 31, 2024 ইং
ছবির ক্যাপশন: ad728

আবহাওয়া ডেস্কঃ আগামী তিন দিন মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ কারণে বিমান, নৌ ও সড়কপথে যানবাহন চলাচল ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে পরদিন দুপুর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ ছাড়া আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার একই রকম পরিস্থিতি থাকবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে। এ ছাড়া আজ মঙ্গলবার ও আগামী বৃহস্পতিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।তবে নতুন বছরের প্রথম দিন— অর্থাৎ বুধবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলিসিয়াস কমতে পারে। 

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।