• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে চৌগাছার আ. লীগ নেতাসহ আটক- ৪, অস্ত্র-গুলি ও গাড়ি জব্দ


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোর প্রতিনিধিঃ যশোরে ডাকাতির প্রস্তুতিকালে চৌগাছার আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর মোস্তফাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, অস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

(২৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলা নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, চৌগাছা বিশ্বাস পাড়ার ৫নং ওয়ার্ড এলাকার মগরেপ আলীর ছেলে ও আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, একই উপজেলার পুড়াপাড়ার নিরিবিলি পাড়ার আবু খায়েরের ছেলে রকি বিশ্বাস, যশোর সদর উপজেলা নতুন খয়েরতলা গ্রামের মৃত মোজাহার মন্ডলের ছেলে মিজানুর রহমান ও একই উপজেলার চুড়ামনকাটি গ্রামের আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ।
যশোর ডিবির ওসি দেব্রত হরি জানান, সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে কে বা কারা ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে দুটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।
ডিবি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে খুন, ছিনতাই, অপহরণ ও মাদকদ্রব্যসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
যশোর কোতোয়ালী মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।