পিরোজপুরের মঠবাড়িয়ায় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 7, 2025 ইং
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন’-এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২৪ জানুয়ারি-২৫খ্রি. সাংবাদিক ইউনিয়নের নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার (৬ই জানুয়ারি) সকাল ১১টায় সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক জামাল এইচ আকন (দৈনিক আমার সংবাদ) এর সভাপতিত্বে ও সদস্য বেলাল জোমাদ্দার (দক্ষিণাঞ্চল) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সদস্য জুলফিকার আমীন সোহেল (প্রতিদিনের সংবাদ), বেল্লাল হোসাইন বাবু (খরবপত্র), মো. রুম্মান হাওলাদার (দৈনিক ভোরের ডাক ও দৈনিক প্রলয়), রেজাউল ইসলাম (ভোরের দর্পণ), মো. আসাদুজ্জামান খান (দৈনিক আজকের দর্পণ)। এসময় অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ক্লাবের আগামী নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন, সদস্যদের মাসিক চাঁদা নির্ধারণ, ক্লাবকে আরও গতিশীল করতে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সংগঠনের নিয়ম-শৃঙ্খলা মেনে না চলা সদস্যদের সদস্যপদ বাতিল এবং পেশাজীবী ও সিনিয়র সাংবাদিকদের যথার্থ মূল্যায়ন ও মর্যাদা দেয়ার ব্যাপারে প্রস্তাবসহ বাহিরের কেউ প্রতিহিংসা পরায়ণ হয়ে সাংবাদিক ইউনিয়নের সদস্যদের বিরুদ্ধে সমালোচনা, ষড়যন্ত্র ও হয়রানির অপচেষ্টা করলে তা কঠোর কর্মসূচির পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ারও প্রস্তাব জানান বক্তারা।
আপনার মতামত লিখুন :