• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

সীমান্ত ইস্যু নিয়ে আলোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অনলাইন ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার বিকেল ৩টায় প্রণয় ভার্মাকে মন্ত্রণালয়ে ঢুকতে দেখা গেছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় তাকে তলব করা হয়েছে।

আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে বিষয়টি জানানো হবে।’

সীমান্তে বিজিবি সতর্কাবস্থায় আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।