• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

ঢাকার বায়ু অস্বাস্থ্যকর, মাস্ক পরার পরামর্শ


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকার বায়ুর মান মাঝেমধ্যে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে। এ পরিস্থিতিতে নগরীর বাসিন্দাদের ঘরের বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ঢাকা ও এর আশপাশের জেলা শহরে বায়ুর গুণগতমান মাঝেমধ্যেই অস্বাস্থ্যকর অবস্থা থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে।এ পরিস্থিতিতে নগরীর বাসিন্দাদের ঘরের বাইরে গেলে মাস্ক পরিধান করা এবং সংবেদনশীল ব্যক্তিদের জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে অবস্থান না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১০ ডিসেম্বর ঢাকার দূষিত বায়ু থেকে বাঁচতে বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।