• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিশেষ প্রতিবেদকঃ উত্তরের জনপদে কনকনে শীত থাকলেও রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সম্প্রতি তাপমাত্রা হঠাৎ কিছুটা বেড়ে গেছে। তবে সারা দেশে ফের তাপমাত্রা কমার আভাস রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আগামী কিছু দিন দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
 
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ ছাড়া সারা দেশে মঙ্গল ও বুধবার দুদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
 
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, সারা দেশে তাপমাত্রা কমতে পারে।