• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

প্রকাশিত সংবাদের প্রতিবাদ


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিশেষ প্রতিবেদকঃ গত ২৯ ডিসেম্বর ২০২৪, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রথম পাতায় "কুলি থেকে শত কোটি টাকার মালিক ''এবং সংবাদ সারাবেলা পত্রিকার শেষের পাতায় "কুলি থেকে কুদ্দুস এর শত কোটি টাকার মালিকানার কেচ্ছা'' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। যা সবার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা ওয়াইজঘাট আড়ৎদার ফল ব্যবসায়ী সমিতির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ। তারা প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন, উক্ত সমিতির সভাপতি মুজিবর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক হাজী আব্দুল কুদ্দুস এর বিরুদ্ধে প্রতিবেদনে যে সব অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। হাজী আব্দুল কুদ্দুস এইচএসসি পাশ করা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করে অবৈধ অর্থ আদায়ের জন্য একটি অপসংবাদিক চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রপাগান্ডা ছড়াচ্ছে।এই প্রকাশিত সংবাদ দু'টি তারই প্রতিফলন। একই দিনে একই প্রতিবেদনে দু'টি পত্রিকায় শুধুমাত্র শিরোনাম পরিবর্তন করে ছাপানো হয়েছে। যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক,  উদ্দেশ্যপ্রণোদিত ব্যতীত অন্য কিছু নয়। উক্ত প্রতিবেদনে অভিযোগকারী ও বক্তব্য দাতা হিসেবে সমিতির সদস্য দ্বিপু,নাজমুল, কালাম সেরনিয়াবাত, কুদ্দুস মিয়া, আনসার ও সালাম মোল্লার নাম উল্লেখ করা হয়েছে। তারা এ বিষয়ে কারো নিকট কোন অভিযোগ এবং তাদের থেকে কেহ কোন বক্তব্য গ্রহণ করেননি। প্রতিবেদনের সব অভিযোগই প্রতিবেদকের মনগড়া ও কাল্পনিক।এসব অভিযোগের দালিলিক ও সুনির্দিষ্ট কোন প্রমাণ নেই। এই মর্মে এদের অনেকেই সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর তীব্র নিন্দা ও ক্ষোভ  প্রকাশ করে লিখিত জবানবন্দি দিয়েছেন।