• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিশেষ প্রতিবেদকঃ সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য কমবে। তবে দেশের উত্তরাঞ্চলে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দুই বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। 

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, আজ শেষরাত থেকে সকাল পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে দেশের উত্তরাংশে ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। আর দেশের অন্যত্র সামান্য কমতে পারে। 

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ সময় শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এর মধ্যে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও পরদিন শুক্রবার প্রায় অপরিবর্তিত থাকতে পারে

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা কমতে পারে।