
খেলাধুলা ডেস্কঃ হাঁটুর চোট থেকে এখনও সেরে উঠেননি স্টেফানি টেইলর। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের দুই সংস্করণের সিরিজে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। এক বছরের বেশি সময় পর ওয়ানডে দলে ফিরেছেন আরেক অলরাউন্ডার চেরি অ্যান ফ্র্যাজার।
ঘরের মাঠে বাংলাদেশ নারী দলের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ান মেয়েরা। দুই সিরিজের জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ২১ বছর বয়সী পেসার জানিলিয়া গ্লাসগো ডাক পেয়েছেন এই সংস্করণের দলে। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
পেস বোলিং অলরাউন্ডার ফ্র্যাজার ১২ ওয়ানডের সবশেষটি খেলেন ২০২৩ সালের অক্টোবরে। এই সংস্করণে ৪৪ রানের সঙ্গে ৭ উইকেট নিয়েছেন তিনি। গত জুনে ১৮ টি-টোয়েন্টির সবশেষটি খেলা এই ক্রিকেটারের উইকেট ৯টি। গত ডিসেম্বরে ভারত সফরের দল থেকে বাদ পড়েছেন পেসার শ্যামিলিয়া কনেল ও মিডল অর্ডার ব্যাটার র্যাশাদা উইলিয়ামস। ওই সফরে চোটের কারণে খেলতে পারেননি টেইলর। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন তিনি গত অক্টোবরে, নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে।
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের এটি প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। দুই দল সবশেষ ওয়ানডেতে মুখোমুখি হয় তিন বছর আগে ২০২২ বিশ্বকাপে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচবার দেখা হয় তাদের। যেখানে চারটিই ছিল টি-টোয়েন্টিতে। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে হারের তেতো স্বাদ পায়নি ক্যারিবিয়ান মেয়েরা। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে যথাক্রমে ১৯, ২১ ও ২৪ জানুয়ারি। এরপর ২৭, ২৯ ও ৩১ তারিখ হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ও টি-টোয়েন্টি দল: হেইলি ম্যাথিউস (অধিনায়ক), শিমেইন ক্যাম্পবেল (সহ-অধিনায়ক), আলিয়াহ আলেইন, নেরিসা ক্র্যাফ্টন, ডিয়ান্ড্রা ডটিন, আফি ফ্লেচার, শ্যাবিকা গাজনাবি, চিনেল হেনরি, জ্যাইদা জেমস, কিয়ানা জোসেফ, ম্যান্ডি ম্যানগ্রু, অ্যাশমিনি মুনিসার, কারিশমা রামহারাক, চেরি অ্যান ফ্র্যাজার, জানিলিয়া গ্লাসগো।
আপনার মতামত লিখুন :