• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

কেমন থাকবে আগামী ৩ দিনের আবহাওয়া?


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

আবহাওয়া ডেস্কঃ আগামী ৩ দিন সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য জারি করা পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে। বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।  

বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে।