• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

পিরোজপুরে বন গবেষনা ইনস্টিটিউট এর উদ্বোধন প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 17, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিশেষ  প্রতিনিধি: পিরোজপুরে বাংলাদেশ বন গবেষনা ইনস্টিটিউট এর উদ্বোধন প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা জেলা প্রশাসক এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে কর্মশালা শুরু হয়ে চলে দুপুর ০১টা পর্যন্ত। কর্মশালায় প্রতিষ্ঠানের বিভাগীয় কর্মকর্তা ড. মো: রওশন আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার সিনিয়র রিসার্র্চ অফিসার মো: জহিরুল আলম, কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন গাছের বংশ বিস্তার ,সংরক্ষন ও পরিবেশের উপর বন ও গাছের গুরুত্ব সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বিএফআরআই এর বিভাগীয় কর্মকর্তা অসীম কুমার পাল ,ফিল্ড ইনভেস্টিগেশন অফিসার মিজানুর রহমান।
 
কর্মশালায় পিরোজপুর জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান যেমন বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সড়ক ও জনপদ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কাঠ ব্যবসায়, নার্সারী, করাতকল ও ফার্নিচার মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।