• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

মোদির নাম নেই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অতিথির তালিকায়


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 17, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতার শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে আমন্ত্রণ পেলেও তালিকায় স্থান হয়নি বন্ধু দাবি করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রথাগতভাবে বিদেশি রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো না হলেও, ডোনাল্ড ট্রাম্প ইতালির ডানপন্থী নেত্রী জর্জিয়া মেলোনি, হাঙ্গেরির ভিক্টর অরবান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায়।
শপথ গ্রহণের আগের দিন ডোনাল্ড ট্রাম্প একটি তারকাবহুল ‘মেক আমেরিকা গ্রেট ভিক্টরি র‌্যালি’ আয়োজন করবেন। এতে বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্ক এবং ‘ওয়াই.এম.সি.এ.’ গানটির জন্য বিখ্যাত ব্যান্ড ভিলেজ পিপল পারফর্ম করবেন বলে জানা গেছে।বিলিয়নিয়ার ট্রাম্পের এই প্রত্যাবর্তন একটি অসাধারণ যাত্রার সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে, যেখানে তিনি দুইবারের প্রাণনাশের চেষ্টা ও একটি ঐতিহাসিক ফৌজদারি মামলা পেছনে ফেলে প্রেসিডেন্সি পুনরুদ্ধার করেছেন।

মার্কিন সংবিধান অনুযায়ী নতুন প্রেসিডেন্টের মেয়াদ শুরু হয় ২০ জানুয়ারি দুপুরে (যদি তা রবিবার পড়ে, তবে পরের দিন)।প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন। সম্প্রতি প্রেসিডেন্টরা ক্যাপিটলের পশ্চিম লনে ন্যাশনাল মলের দিকে মুখ করে নির্মিত অস্থায়ী মঞ্চে শপথ নিয়েছেন।

সাধারণত, শপথ গ্রহণ পরিচালনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সোমবার এটি হবে জন রবার্টসের দ্বিতীয়বার ট্রাম্পের জন্য শপথ গ্রহণ পরিচালনা।
শপথ শেষে ট্রাম্প তার উদ্বোধনী ভাষণ দেবেন।